ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

থাইল্যান্ডে বাংলাদেশের পতাকা ওড়াবে চার তরুণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
থাইল্যান্ডে বাংলাদেশের পতাকা ওড়াবে চার তরুণ

সিলেট: কদিন পর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এশিয়ান জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপ। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন খেলা।



এ আয়োজনে বাংলাদেশের পতাকা ওড়াবেন চার তরুণ খায়রুল ইসলাম অপু, ওয়াহিদ, মিনহাজ ও  তুষার।

খেলায় অংশ নিতে সোমবার (২৯ জুন) রাত ১১টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক এয়ারওয়েজে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করবেন।

অনুর্ধ্ব-১৯ ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপের টিম ম্যানেজার রাসেল কবির সুমন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের মধ্যে অপু সিলেটের ও বাকিরা ঢাকার বাসিন্দা।  

পাঁচদিনের আন্তর্জাতিক এ টুর্নামেন্টে মঙ্গলবার (৩০ জুন) তারা বাংলাদেশের হয়ে খেলতে নামবেন। এ চার তরুণ ব্যাডমিন্টনে দেশের জন্য সাফল্য বয়ে আনবেন, এমন আশাবাদ ব্যক্ত করেন সুমন।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, জুন ২৯, ২০১৫
এনইউ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।