ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

নিষেধাজ্ঞা পাওয়া জারার শাস্তি কমলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
নিষেধাজ্ঞা পাওয়া জারার শাস্তি কমলো ছবি: সংগৃহীত

ঢাকা: চিলির তারকা ডিফেন্ডার গঞ্জালো জারার শাস্তি কমেছে। তিন ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা জারার শাস্তি কমিয়ে দুই ম্যাচ করা হয়েছে।

তবে, কোপা আমেরিকার শেষ ম্যাচে নিষেধাজ্ঞা বহাল থাকায় ফাইনালে মাঠে নামতে পারবেন না তিনি।

পেরুকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার ৪৪তম আসরের ফাইনালে উঠেছে স্বাগতিক চিলি।

চলতি আসরের কোয়ার্টার ফাইনানে উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানির সঙ্গে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে জারাকে তিন ম্যাচের নিধেধাজ্ঞা দেওয়া হয়।

২৯ বছর বয়সী এ ডিফেন্ডারকে নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এইউএফ) অভিযোগের ভিত্তিতে তাকে কঠিন শাস্তির আওতায় আনে কনমেবলের ডিসিপ্লিনারি ট্রাইব্যুনাল। শুধু নিষেধাজ্ঞা নয়, চিলিয়ান এ ডিফেন্ডারকে ৭,৫০০ মার্কিন ডলার জরিমানা করা হয়।

জারার তিন ম্যাচের নিষেধাজ্ঞা সেমিফাইনাল ম্যাচ থেকে কার্যকর হয়েছিল। তবে, চিলি ফুটবল এসোসিয়েশন তার নিষেধাজ্ঞার মেয়াদকে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করে। এতে, জারার শাস্তি কমে তিন ম্যাচ থেকে দুই ম্যাচে নেমে আসে।

শাস্তি কমায় কোপার পর ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বের প্রথম ম্যাচেই মাঠে নামতে পারবেন জারা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ৩০ জুন ২০১৫
আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।