ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

যেখানে শীর্ষ দশে রোনালদো থাকলেও মেসি নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
যেখানে শীর্ষ দশে রোনালদো থাকলেও মেসি নেই ছবি: সংগৃহীত

ঢাকা: ব্যবসা সংক্রান্ত ম্যাগাজিন-ফোর্বস বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকাদের তালিকা প্রকাশ করেছে। শীর্ষে থাকা ১০০ জনের মাঝে জায়গা করে নিয়েছেন ফুটবলের মাঠ কাঁপানো ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, নেইমার, ইব্রাহিমোভিচ, গ্যারেথ বেল আর জেমস রদ্রিগেজরা।



পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো গত মৌসুমে কোনো শিরোপার স্বাদ নিতে পারেন নি। অপরদিকে, বার্সেলোনার হয়ে ট্রেবল শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

তবে, গত মৌসুমে (২০১৪-১৫) রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো ফোর্বসের প্রকাশিত তালিকায় মেসিকে টপকে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। ফুটবলারদের মাঝে এগিয়ে থাকা রোনালদোর (১০ নম্বর স্থান) বার্ষিক আয় সাড়ে ৭৯ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ১৩ নম্বরে থাকা মেসির বার্ষিক আয় ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

মেসির ক্লাব সতীর্থ ব্রাজিল অধিনায়ক নেইমার এ তালিকায় রয়েছেন যৌথভাবে ৮২ নম্বরে। টিম ইন্ডিয়ার ওয়ানডে ক্রিকেটের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি রয়েছেন নেইমারের সঙ্গী হিসেবে। তাদের দু’জনের বার্ষিক আয় ৩১ মিলিয়ন মার্কিন ডলার।

সুইডেনের তারকা স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচের বার্ষিক আয় ৩৯ মিলিয়ন মার্কিন ডলার। ফোর্বসের প্রকাশিত তালিকায় প্যারিস সেইন্ট জার্মেইনের এ তারকা জায়গা হয়েছে ৬৫তম। রিয়াল মাদ্রিদের ওয়েলস তারকা গ্যারেথ বেল ৩৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রয়েছেন ৬৭ নম্বরে। আর রোনালদো-বেলের ক্লাব সতীর্থ জেমস রদ্রিগেজ ২৯ মিলিয়ন মার্কিন ডলার আয় করে রয়েছেন ৮৯ নম্বরে।

এ তালিকায় শীর্ষস্থানটি পেয়েছেন আমেরিকান বক্সিং খেলোয়াড় ফ্লয়েড ম্যাওয়েদার। দ্বিতীয় স্থানটিও আরেক বক্সারের দখলে। ফিলিপাইনের আইকনিক বক্সার ম্যান্নি প্যাককুইয়াও এ তালিকায় দুই নম্বরে রয়েছেন। ফ্লয়েড এক বছরে তিনশো মিলিয়ন ডলার আয় করে তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন। আর প্যাককুইয়াও বছরে আয় করেছেন ১৬০ মিলিয়ন ডলার।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘন্টা, ৩০ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।