ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

তুরস্কে পাড়ি জমাচ্ছেন রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
তুরস্কে পাড়ি জমাচ্ছেন রোনালদিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো ক্লাব বদল করতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। দু’বারের বিশ্বসেরা ফুটবলারের নতুন গন্তব্য তুরস্কের ক্লাব আন্তালিয়াস্পর।

চুক্তির বিষয়টি কয়েকদিনের মধ্যেই অফিসিয়ালি জানানো হবে বলে নিশ্চিত করেছেন ক্লাবটির প্রেসিডেন্ট গাল্টেকিন গেন্সার।

আন্তালিয়াস্পর হবে রোনালদিনহোর ক্যারিয়ারের অষ্টম ক্লাব। এদিকে, গত সপ্তাহে তুর্কী ক্লাবটিতে যোগ দেন ক্যামেরুন তারকা স্যামুয়েল ইতো।

রোনালদিনহোর ক্লাব বদল নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। তিনি নিজেই মেক্সিকান ক্লাব কুয়েরেতারোর সঙ্গে চুক্তি বাতিল করেন। সাবেক বার্সেলোনা তারকা গত বছরের সেপ্টেম্বরে কুয়েরেতারোতে যোগ দেন। ২৭ ম্যাচ খেলে ৮টি গোল করেন।

এক সাক্ষাৎকারে গাল্টেকিন বলেন, ‘আমরা রোনালদিনহোর সঙ্গে চু্ক্তির বিষয়ে সম্মত হয়েছি। আমি মনে করি, দু’দিনের মধ্যেই এটি অফিসিয়ালি ঘোষণা করা হবে। ’

আন্তালিয়াস্পরের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইতো ও রোনালদিনহোর পর আমরা আরেকজন তারকা ফুটবলারকে দলে আনব। এটি সম্ভব হলে বিশ্বে আলোড়ন সৃষ্টি হবে। ’

অন্যদিকে, ইন্সটাগ্রামে রোনালদিনহো একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘হ্যাঁলো, তুরস্কে খুব শিগগিরই তোমাদের সঙ্গে আমার দেখা হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।