ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

৮৭ বছরের বৃদ্ধার বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
৮৭ বছরের বৃদ্ধার বিশ্বরেকর্ড ছবি : সংগৃহীত

ঢাকা: বয়সটা নিতান্তই কম, মাত্র ৮৭ বছর! যে বয়সে নাতি-নাতনীদের সাথে শুয়ে বসে  সময় কাটানোর কথা, সে বয়সেই সবচেয়ে বেশি দাবা ম্যাচে অংশ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন  ৮৭ বছর বয়সী হাঙ্গেরিয়ান নারী ব্রিজিতা সিনকা। গত কয়েকদিন ধরেই বিশ্ব দাবায় বিষয়টি বেশ আলোচিত হয়েছে।



এর ফলে তিনি ১৯২০ সালে গড়া কিউবান বিখ্যাত দাবাড়ু কাপাব্লাঙ্কার গড়া রেকর্ডটি ভেঙ্গে দিয়েছেন। কাপাব্লাঙ্কা মোট ১৩ হাজার ৫৪৫টি ম্যাচ খেলেছিলেন। যা টপকালেন এই 'তরুণী'।   প্রায় ৬০ বছর ধরে অপেশাদার এই দাবাড়ু ১৩ হাজার ৬০০’র বেশি মানুষের সাথে ম্যাচে অংশ নিয়ে এই রেকর্ড গড়েন। তিনি ১৯৫৭ সাল থেকে দাবা খেলে আসছেন।

গত সপ্তাহে অনেকটা চুপিসারেই হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট পার্কে খেলে কাবাপ্লাঙ্কাকে টপকে যান ব্রিজিতা। তবে বিষয়টি খানিক দেরীতে মিডিয়ার নজরে পড়ে। এরপরই তাকে নিয়ে তোলপাড় শুরু।

এ সম্পর্কে ব্রিজিতা সিনকা বলেন, ‘একটা সময় ভেবেছিলাম আর খেলব না। কাপাব্লাঙ্কার রেকর্ডটাই অক্ষত থাকুক। কিন্তু কাপাব্লাঙ্কার জীবনী পড়ে যখন জানতে পারলাম তার মোট ম্যাচের সংখ্যা সাড়ে ১৩ হাজার, তখন খানিকটা প্রত্যয়ী হই। এরপর মনে করলাম বেঁচে থাকলে আমি এই রেকর্ড টপকে যেতে পারব’

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ৩০ জুন, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।