ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

সমালোচিত ব্রাজিল, তোপ দাগালেন রোমারিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
সমালোচিত ব্রাজিল, তোপ দাগালেন রোমারিও ছবি : সংগৃহীত

ঢাকা: প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা মিশনের সলিল সমাধি হয়েছে ব্রাজিলের। বিশ্ব জুড়ে যখন সমালোচনার ঝড় তখন ব্রাজিলের কোচ দুঙ্গা কোপা আমেরিকাকে ‘গুরুত্বহীন ’বলে মন্তব্য করেছেন।

‘আমরা যখন কনফেডারেশন্স কাপ জিতেছিলাম তখনও বলেছিলাম, ওই টুর্নামেন্ট গুরুত্বহীন। এখনও বলছি, কোপা গুরুত্বহীন। ’ বলেন দুঙ্গা।

দুঙ্গা আরো বলেন, ‘১৯৪৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত টানা চল্লিশ বছর ব্রাজিল কোপা আমেরিকা শিরোপা জেতেনি। কিন্তু ১৯৮৯ সাল থেকে ব্রাজিল পরপর পাঁচবার কোপা জিতেছে। তার পরও আমরা বলেছিলাম , কোপা আমেরিকার কোনও 'গুরুত্ব' নেই। '

তবে সমালোচকরা বলছে, চাকরি বাঁচাতেই এ ধরণের কথা বলছেন দুঙ্গা।  

ওদিকে নেইমাররা কোপা থেকে পাদ পড়ার পরে প্রবল সমালোচনা চলছে ব্রাজিলজুড়েও। একে তো নিজের মাটিতে বিশ্বকাপ জার্মানির কাছে বাজে ভাবে হেরে যাবার ফলে নির্বাক হয়ে যায় ফুটবল পাগল ব্রাজিলিয়ানরা। সেই ক্ষত না শুকাতেই কোপা মিশনে প্যারাগুয়ের কাছে পরাজিত নেইমাররা।    

আর বিমানবন্দরে নেমে যে হাস্যজ্বল ব্রাজিল টিম সেলফি তুলেছে সমর্থকদের সাথে। তা কোন ভাবেই পরাজয়ের বিষয়টি সহজ ভাবে নিতে পারছে না সাবেক তারকা ফুটবলার রোমারিও। তার তোপে বিধ্বস্ত ব্রাজিল দলসহ ব্রাজিল ফুটবল কনফেডারেশনও। তিনি বলেন, 'মাঠ ও মাঠের বাইরে সব যায়গায় সমস্যা রয়েছে ব্রাজিল টিমের। '

তিনি আরো বলেন, ' ব্রাজিল ফুটবল কনফেডারেশনও নানা সমস্যায় জর্জরিত। বর্তমান প্রেসিডেন্ট ও তার সাঙ্গপাঙ্গদের কারণেই আজ ডুবতে বসেছে ব্রাজিল। ’

ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ভরাডুবির পরে লুইস স্কলারির স্থলে টিমের দায়িত্ব নেয় সাবেক অধিনায়ক ও কোচ দুঙ্গা। এরপর টানা ১১ ম্যাচ জয়ের পর কলম্বিয়ার কাছে হার ও সর্বশেষ প্যারাগুয়ের কাছে হারার কারণে সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে পুরো ব্রাজিল টিমের উপর। স্কলারির অনুগামীদের মতে, 'স্কলারির কোচিংয়ে তবু বিশ্বকাপ সেমিফাইনালে গিয়েছিল ব্রাজিল। এখন তো অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে। '

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।