ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন রেটিং দাবার শীর্ষে রাকিব-পরাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ওয়ালটন রেটিং দাবার শীর্ষে রাকিব-পরাগ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও লিওনাইনের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ পূর্ণ ৫ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

লিওনাইন চেস ক্লাবের উতেন সাড়ে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দাবা কক্ষে পঞ্চম রাউন্ডের খেলায় রাকিব গোলাম মোস্তফা ভূঁইয়াকে, পরাগ রবিউল ভূঁইয়াকে, উতেন মুকিতুল ইসলাম রিপনকে, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ সায়মন সিদ্দীকুর রহমানকে, মাহতাবউদ্দিন আনিসুজ্জামান মল্লিককে, ফিদে মাস্টার সাইফ উদ্দীন আব্দুর রউফকে, আনিসুজ্জামান জুয়েল জাকারিয়াকে, মোহাম্মদ এনায়েত হোসেন জাকারিয়াকে,  সাগর অনতা চৌধুরীকে, আব্দুল মোমিন শাহজাহান কবীরকে, সিরাজুল কবীর আমাদুল কবীরকে, গোলাম রসুল ভূঁইয়া জামাল উদ্দিনকে, মুজিবুর রহমান মোহাম্মদ হাসানকে, অভিক সরকার আতাউর রহমানকে, মতিউর রহমান মামুন মীর হোসেন ইমামকে এবং অভিজিৎ বড়ুয়া ফিরোজ আহমেদকে পরাজিত করেন।

আব্দুল্লাহ আল সাইফ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানের সঙ্গে ড্র করেন। বুধবার একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।