ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ভেন্যু সমস্যায় এএফসির দুটি আসর

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ৩০, ২০১৫
ভেন্যু সমস্যায় এএফসির দুটি আসর

ঢাকা: আগামী সেপ্টেম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দুটি বয়সভিত্তিক টুর্নামেন্ট। ১২-২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অনূর্ধ্ব-১৬ এবং ২৮ সেপ্টেম্বর-৬ অক্টোবর অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট।

দুটিতে আট গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে সেরা পাঁচ রানারআপ চূড়ান্ত পর্বে খেলবে।

গ্রুপের প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের অনূর্ধ্ব-১৬ এর চেয়ে অনূর্ধ্ব-১৯ দলের ভালো করার সম্ভাবনা রয়েছে বেশী। ফলে টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় ফুটবল দল গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তিনদিন ব্যাপী এক উন্মুক্ত ট্রায়াল থেকে ৪৪ ফুটবলার বাছাই করে তাদের নিয়ে বাফুফে ভবনে অনুশীলন ক্যাম্প চালু করা হয়েছে।
 
এ টুর্নামেন্টের বাছাইয়ে ‘এ’ গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান এবং উজবেকিস্তান আছে বাংলাদেশের সঙ্গে। ২৮ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ২, ৪ ও ৬ অক্টোবর পরের তিন ম্যাচ যথাক্রমে শ্রীলঙ্কা, ভুটান ও উজবেকিস্তানের বিপক্ষে।
 
মঙ্গলবার (৩০ জুন) বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানালেন, ‘শ্রীলঙ্কা এএফসি জানিয়েছে এই টুর্নামেন্টের স্বাগতিক হতে পারবে না। আর নিরাপত্তাজনিত সমস্যায় পাকিস্তানে এ আসর আয়োজন করা সম্ভব নয়। তাই নিয়ম অনুযায়ী আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভুটান, বাংলাদেশ ও উজবেকিস্তানকে আয়োজক হবার জন্য আবেদন করতে হবে। যদি কোন দেশই তাতে আগ্রহ প্রকাশ না করে, তাহলে টুর্নামেন্টটি কোন নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অংশ নেয়া সব দেশ মিলে খরচ বহন করতে হবে। ’

এদিকে, ঠাসা ঘরোয়া ও আন্তর্জাতিক ব্যস্ত সূচীর মধ্যে বাংলাদেশের এ টুর্নামেন্টের স্বাগতিক হওয়া সম্ভব নয় বলে মত দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।
 
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ৩০ জুন, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।