ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

মাদ্রিদেই থাকছেন রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
মাদ্রিদেই থাকছেন রামোস ছবি: সংগৃহীত

ঢাকা: সার্জিও রামোসের ক্লাব ছাড়ার গুজব উড়িয়ে দিয়েছেন তার মা পাকুই রামোস। রিয়াল মাদ্রিদই রামোসের প্রথম পছন্দ বলে তিনি নিশ্চিত করেন।

এতেই এই স্প্যানিশ ডিফেন্ডারের রিয়াল ছাড়ার গুঞ্জনে ভাটা পড়লো।

রিয়াল ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাতে পারেন রামোস। সম্প্রতি এমন খবরই ফুটবল বিশ্বে বেশ আলোচিত হয়। এমনকি রামোস নিজেই ওল্ড ট্রাফোর্ডে যাওয়ার ইচ্ছার কথা রিয়ালকে অবগত করেছেন মর্মে খবর প্রকাশিত হলে গুজবে বাড়তি মাত্রা যুক্ত হয়।

তবে রামোসের মায়ের এক কথাতেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটতে যাচ্ছে। এক সাক্ষাৎকারে পাকুই রামোস বলেন, ‘অবশ্যই রামোসের প্রথম পছন্দ রিয়ালে থাকা। ম্যানচেস্টার ইউনাইটেড? আমি তা মনে করি না। সে স্পেনেই থাকতে চায়। ’

অন্যদিকে, এ মাসের শুরুতে রামোসের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে গুজব ছড়ায়। তবে, তার এজেন্ট রেনে রামোস পরিষ্কার ভাষায় তা নাকচ করে দেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।