ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

বার্সেলোনা হবে ফুটবলের নাসা, অ্যাপল, ফেসবুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
বার্সেলোনা হবে ফুটবলের নাসা, অ্যাপল, ফেসবুক ছবি: সংগৃহীত

ঢাকা: নাসা, অ্যাপল ও ফেসবুক তিনটি প্রতিষ্ঠানই বিশ্বব্যাপী নিজেদের দাপট ধরে রেখেছে। বার্সেলোনা কি পারবে আগামীতে নিজেদের দুর্দান্ত অবস্থানটা ধরে রাখতে? বার্সার সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ কিন্তু কাতালানদের জয়জয়কার দেখছেন।



বার্সেলোনা বর্তমানে উইরোপের সেরা ক্লাব। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০১৪-১৫ মৌসুমে ট্রেবল জেতে লুইস এনরিকের শিষ্যরা।

আগামী ১৮ জুলাই বার্সার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বার্তোমেউ এর পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। নির্বাচিত হলে কোন লক্ষ্যে হাঁটবেন সেটিই জানিয়েছেন বার্তোমেউ। পরবর্তী ছয় বছরের মধ্যে বার্সাকে বিশ্ব ফুটবলের প্রতীক হিসেবে দাঁড় করানোর ইচ্ছা ব্যক্ত করেছেন তিনি।

নির্বাচনী প্রচারণার বক্তৃতায় বার্তোমেউ বলেন, ‘বার্সাকে ফুটবলের অ্যাপল, নাসা ও ফেসবুকে পরিণত করতে চাই। ২০২১ সালের মধ্যে ফুটবলের জন্য বার্সা এমন কিছু করুক যেমনটি কম্পিউটারের জন্য অ্যাপল, মহাকাশ অনুসন্ধানের জন্য নাসা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ফেসবুক করছে। ’

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।