ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু অনূর্ধ্ব-১৫ ফুটবল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু অনূর্ধ্ব-১৫ ফুটবল

রাজশাহী: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়নে ও রাজশাহী বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের রাজশাহী ভেন্যুর খেলা বৃহস্পতিবার(০২ জুলাই) থেকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শুরু হচ্ছে।

রাজশাহী বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক  রাফিউস সামস প্যাডী বুধবার (০১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

সংবাদ সম্মেলনে রফিউস সামস প্যাডী বলেন, রাজশাহী ভেন্যুতে মোট ৬টি দল অংশ নেবে। দলগুলো হলো-চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ ও স্বাগতিক রাজশাহী। উদ্বোধনী খেলায় অংশ নেবে সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা।

জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের রাজশাহী ভেন্যুর খেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও কর্মকর্তা-কর্মচারীসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।