ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে নাদাল-ফেদেরাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে নাদাল-ফেদেরাররা

ঢাকা: টেনিসের সব শীর্ষ তারকাই উইম্বলডনের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। এর মধ্যে অ্যান্ডি মারের প্রথম রাউন্ডের বাধা পেরোতে বেশ বেগ পেতে হয়।

অন্যদিকে রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার সহজেই জয় তুলে নেয়।

রাশিয়ান টেনিস খেলোয়াড় মিখাইল কুকুসকিনের  বিপক্ষে ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-৪ সেটের কষ্টার্জিত জয় পায় মারে। ব্রাজিলিয়ান তারকা থমাস বেলুচ্চিকে সরাসরি সেটে ৬-৪, ৬-২, ৬-৪ ব্যবধানে পরাজিত করেন নাদাল।

বসনিয়ার ডামির ডিজুমহুরকে ৬-১, ৬-৩, ৬-৩ সেটে হারান সুইস তারকা ফেদেরার। আর জোকোভিচের কাছে ৬-৪, ৬-৪, ৬-৪ সেটে হেরে বিদায় নেয় জার্মানির ফিলিপ কোলসচেরিবার।

নারী এককের তারকাদের মধ্যে সেরেনা উইলিয়ামস, ক্যারোলিন ওজনিয়াকি, পেত্রা কেভিতোভা, আনা ইভানোভিচ, ভেনাস উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা ও মারিয়া শারাপোভা সবাই দাপুটে জয় নিয়েই দ্বিতীয় পর্বে ওঠেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।