ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

চিন্তিত নন মেসি, পারফর্মে খুশি মার্টিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুলাই ১, ২০১৫
চিন্তিত নন মেসি, পারফর্মে খুশি মার্টিনো সংগৃহীত

ঢাকা: প্যারাগুযেকে ৬-১ গোলের ব্যবধানে হারিয়ে ২৭ বারের মত কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেলো আর্জেন্টিনা। তবে সেমিফাইনালের এ ম্যাচে আলবেসেলিস্তারা অসাধারণ পারফরম্যান্স করলেও গোল পাননি দলের সেরা তারকা লিওনেল মেসি।



এদিকে গোল না পেলেও ম্যাচে ছিলেন দুর্দান্ত এ আর্জেন্টাইন অধিনায়ক। তিনটি গোলের সহায়তা করে হয়েছেন ম্যাচ সেরা। অন্যদিকে স্তেদিও এস্তার রাওয়ে দলের সহজ জয়ে গোল না করতে পারলেও দলের পারফর্মই মেসির কাছে অনেক বড় পাওয়া বলে মনে করেন তিনি।

মেসি বলেন, ‘ম্যাচে কোন গোল করতে পারিনি এ নিয়ে আমি চিন্তিত নই। আমরা দলীয় ভাবে দারুণ খেলেছি। আগের ম্যাচে যা করেছি এ ম্যাচেও সেটা করতে চেষ্টা করেছি। আর ফাইনালে উঠতে পেরে আমরা অনেক খুশি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আমরা আশাবাদী। ’

এদিকে মেসি গোল না পেলেও ম্যাচে ভালো পারর্ফম করায় বেজায় খুশি কোচ জেরার্ডো মার্টিনো বলেন, ‘মেসির সহায়তায় যদি গোল হয় তাতে কোন সমস্যা নেই। আসলে গুরুত্বপূর্ণ বিষয় হলো ম্যাচ কি চায়। আমি মনে করি সে খুশি রয়েছে আর তার কোন সমস্যাও নেই। দলের হয়ে তার গোলদাতা হয়ে খুশি হবার কোন কারণ নেই। ’

আগামী ০৪ জুলাই স্তেদিও নাচিওনালে স্বাগতিক চিলির বিপক্ষে ফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুলাই ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।