ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৯ চূড়ান্ত বাছাই সম্পন্ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
অনূর্ধ্ব-১৯ চূড়ান্ত বাছাই সম্পন্ন ছবি : সংগৃহীত

ঢাকা: সেপ্টেম্বরে শুরু হচ্ছে এএফসি ও সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই দু’টি টুর্নামেন্টে অংশ নিচ্ছে লাল-সবুজের জার্সিধারীরা।

আর এ জন্য বৃহস্পতিবার (০২ জুলাই) দল গঠনের লক্ষ্যে চূড়ান্ত বাছাই বাংল‍াদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বাছাইয়ে ৫৪ জন ফুটবলার অংশ নেয়। যেখান থেকে ২৯ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। বাছাইকৃতদের নিয়ে রোববার (০৫ জুলাই) থেকে বাফুফে ভবনে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প শুরু হবে। ওইদিন বেলা ১১টায় দলের কোচ সাইফুল বারী টিটুর কাছে বাছাইকৃতদের রিপোর্ট করতে বলা হয়েছে।

২৯ ক্ষুদে ফুটবলার হলেন - মো. রুবেল, শাকিল, কিরন, সুমন, বিবেক মন্ডল, সোহান, সাইফ, বাপ্পি, মাসুদ, তরিকুল, রহিত, প্রীতম, জয়, বিশ্বনাথ, আকাশ, রুবেল, আল আমিন, রবিউল, সাদ, স্বাধীন, রকিন সরকার, অনিক, পারভেজ, রাফি, রুবেল-২, মিঠু, সুজন, আজাদ হোসেন ও সাইফুল।

এদের সঙ্গে পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে বাছাইকৃত ১৫ ফুটবলার। এরা হলেন- রকি, সুশান্ত, সালাহউদ্দিন, বাদশা, সাফায়েত মুন্না, সুমন, বিপলু, হাবিব, জনি, ইব্রাহিম, শীতল, মান্নাফ রাব্বি, রয়েল, সিহাব ও আনিসুর রহমান জিকো।

আর এই ৪৪ জন ফুটবলারের মধ্য থেকেই এএফসি ও সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল গঠন করবে বাফুফে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।