ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

দ্বিতীয় রাউন্ডে সানিয়া-হিঙ্গিস জুটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৫
দ্বিতীয় রাউন্ডে সানিয়া-হিঙ্গিস জুটি ছবি : সংগৃহীত

ঢাকা: চলতি উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিস জুটি। মেগা এ ইভেন্টের নারী ডাবলসে জয় পেয়েছেন এ ইন্দো-সুইস জুটি।

তবে, নারী এককে হেরেছেন আনা ইভানোভিচ।

উইম্বলডন টেনিসের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে সানিয়া-হিঙ্গিস জুটি হারিয়েছেন কাজাখস্তানের জারিনা দিয়াস আর চীনের ঝেং সাইসাইকে। ৬-২, ৬-২ সরাসরি সেটে জয় পান সানিয়া-হিঙ্গিস জুটি।

ইন্দো-সুইস জুটির বিপক্ষে কোনোরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেন নি অপেক্ষাকৃত দুর্বল জুটি হিসেবে অংশ নেওয়া ঝেং-জারিনা জুটি। মাত্র এক ঘণ্টা আট মিনিটের (৬৮ মিনিট) ম্যাচে সহজেই জয় পায় সানিয়ারা।

ম্যাচ শেষে ভারতীয় টেনিস তারকা সানিয়া বলেন, আমি মনে করি ঝেং-জারিনা নতুন হিসেবে ভালো করেছে। ভিন্ন স্থান থেকে জুটি গড়ায় প্রথম প্রথম যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, তারা সেটি সামলে নিতে পারে নি। তারপরও আমি বলব প্রতিপক্ষের জুটিটি আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছিল।

এদিকে, নারী এককের ম্যাচে সাবেক ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন আনা ইভানোভিচ হেরেছেন বেথানি মাতেকের বিপক্ষে। ৬-৩, ৬-৪ সেটে হেরে বসেন ইভানোভিচ।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ০২ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।