ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ফেনেরবাখে যোগ দিচ্ছেন নানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ফেনেরবাখে যোগ দিচ্ছেন নানি উইঙ্গার নানি / ছবি : সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার নানির ফেনেরবাখে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার। তুর্কী ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, রোববার (০৫ জুলাই) ২৮ বছর বয়সী এই উইঙ্গারের মেডিকেল পরীক্ষা করানো হবে।



গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ড থেকে এক বছরের ধারের চুক্তিতে পুরনো ক্লাব স্পোর্টিং লিসবনে যোগ দেন নানি। তখনই তার ম্যানইউ অধ্যায় শেষের শঙ্কা জাগে। সেটিই এখন হতে যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই হয়তো অফিসিয়ালি ফেনেরবাখের চুক্তিবদ্ধ খেলোয়াড় হবেন এই অভিজ্ঞ উইঙ্গার।

ফেনেরবাখ ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘ফেনেরবাখ ক্লাব ফুটবল ডিপার্টমেন্ট নানি ও ম্যানইউর সঙ্গে ট্রান্সফারের ব্যাপারে আলোচনা শুরু করেছে। ইস্তাম্বুলে তার মেডিকেল পরীক্ষা করানো হবে। সেখানেও অ‍ালোচনা অব্যাহত থাকবে। ’

২০০৭ সালে ২৫.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পোর্টিং লিসবন থেকে পাঁচ বছরের চুক্তিতে ম্যানইউতে যোগ দেন নানি। রেড ডেভিলসদের হয়ে তিনি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৩০টি ম্যাচে মাঠে নামেন। গোল করেন ৪০টি।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।