ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

কোচিং স্টাফদের চোখে অবাধ্য নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
কোচিং স্টাফদের চোখে অবাধ্য নেইমার নেইমার / ছবি : সংগৃহীত

ঢাকা: কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে লাল দেখে কোপা আমেরিকা থেকেই ছিটকে যান নেইমার। কিন্তু, ওই ঘটনার ঠিক পর পরই ব্রাজিল অধিনায়ককে ম্যাচ অফিসিয়ালদের মুখোমুখি হতে বারণ করা হয়েছিল।

কিন্তু, ব্রাজিলিয়ান সেনসেশন তা থোরাই কেয়ার করেছেন। এমন কথাই বলেছেন সেলেকাওদের টেকনিক্যাল কো-অর্ডিনেটর গিলমার রিনাল্দি।

ওই ম্যাচটিতে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে ক্ষান্ত হলেও হতো। কিন্তু, সাইডলাইনে রাগান্বিত অবস্থায় রেফারির মুখোমুখি হয়ে আক্রমণাত্মক মন্তব্য করাতেই নেইমারকে কঠিন শ‍াস্তির আওতায় এনে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। নেইমারবিহীন ব্রাজিলও খুব বেশিদূর এগোতে পারেনি। কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এক সাক্ষাৎকারে রিনাল্দি বলেন, ‘আমি তাকে সতর্ক থাকতে বলেছিলাম। কারণ, অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য নেইমার নিজেই দায়ী ছিল। সে আমাকে বলেছিল, রেফারির সঙ্গে কথা বলাটা তার জন্য যৌক্তিক। তবে আমি তাকে বলেছিলাম, এ মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে যাওয়াটা মোটেই ঠিক হবে না। কিন্তু, শেষ পর্যন্ত সে ‍আমাদের কথার অবাধ্য হয়ে ঠিকই রেফারির মুখোমখি হয়। ’

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ী গোলরক্ষক উল্লেখ করেন, ‘নেইমার ভূল করেছে ঠিক। কিন্তু, সে এখন শেখার মধ্য দিয়ে যাচ্ছে। তাকে অধিনায়ক করার জন্য আমিও সমর্থন করেছিলাম। এ বিষয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। ‍তার মধ্যে গ্রেট অধিনায়কের ছায়া দেখছি। ’

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।