ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

আবাহনীর সহজ জয়, ড্র করেছে মুক্তিযোদ্ধা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
আবাহনীর সহজ জয়, ড্র করেছে মুক্তিযোদ্ধা ছবি: সংগৃহীত

ঢাকা: মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফেনী সকারের বিপক্ষে জয় পেয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। ম্যাচে তারা ৩-০ গোলে ফেনীর প্রতিনিধিত্বকারী দলটিকে পরাজিত করে।

ম্যাচে আকাশী-নীলদের হয়ে জোড়া গোল করেন সদ্য দলটিতে যোগ দেয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা।  

ম্যাচের ১১ মিনিটে বল নিয়ে ঢাকা আবাহনীর বিপদ সীমায় ঢুকে পড়ে ফেনীর ফরোয়ার্ড সোহেল মিয়া। কিন্তু বামপ্রান্ত থেকে সতীর্থদের উদ্দ্যেশ্য বল দিলেও নিয়ন্ত্রণে নিতে পারেনি ফেনীর আক্রমণভাগের খেলোয়াড়রা। আর ১৮ মিনিটে সুযোগ এসেছিলো আবাহনীরও। কিন্তু পোস্টের খুব কাছ থেকে নেওয়া ঘানাইয়ান ফরোয়ার্ড ওসেই মরিসনের শট বার ছুঁয়ে চলে যায় মাঠের বাইরে।

২৫ মিনিটে আরেকটি সহজ সুযোগ হাতছাড়া করেন মরিসনে। এ সময় বক্সের মধ্যে বল পেয়ে শট করেন তিনি। কিন্তু তার শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।

৩৮ মিনিটে আবারো বল নিয়ে বক্সে ঢুকে শট নেন মরিসন। কিন্তু এবার ফেনীর গোলরক্ষক গোলাম মোস্তফা ঝাঁপিয়ে পড়ে বল নিয়ন্ত্রণে নেন। ফলে প্রথমার্ধ শেষে গোলশূণ্য থেকেই বিশ্রামে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের পরে চেনা আবাহনীর দেখা পায় সমর্থকরা। ৫০ মিনিটে এগিয়ে যেতে পারতো ফেনী সকার। এ সময় আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়ার ভুলে বল পেয়ে যান সোহেল মিয়া। তিনি আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বল নিয়ে বক্সে ঢুকে গোলপোস্ট ফাঁকা পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন।

৫৮ মিনিটে শাকিলের থ্রো-পাসে বল পেয়ে ফরোয়ার্ড আবুল বাতেন মজুমদার কোমল স্কয়ার পাসে প্রেসিং করলে সকারের জালে বল পাঠান নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে সিজোবা (১-০)।

৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই নাইজেরিয়ান। তার শট বারে লেগে অতি কষ্টে গোললাইন অতিক্রম করে (২-০)।

এরপরের মিনিটে আবারো সকারের জাল কাঁপায় জর্জ কোটানের শিষ্যরা। বামপ্রান্ত থেকে ওসেই মরিসনের নিখুঁত পাসে পা ছুঁইয়ে ফেনীর জাল কাঁপিয়ে দেন ছোট শাহেদ (৩-০)।

এ জয়ের ফলে ১২ ম্যাচে আবাহনীর সংগ্রহ ২৩ পয়েন্ট। ফলে দলটি একধাপ এগিয়ে চতুর্থ থেকে তৃতীয় স্থানে উঠে এলো। আর সমান সংখ্যক ম্যাচে ফেনী সকারের সংগ্রহ ৯ পয়েন্ট, অবস্থান নবম।

ওদিকে দিনের অপর ম্যাচে, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলের ড্র করেছে সফরকারী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।