ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ব্রাদার্সকে হারিয়ে শেখ রাসেলের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জুলাই ৩, ২০১৫
ব্রাদার্সকে হারিয়ে শেখ রাসেলের জয় ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলের দ্বিতীয় লেগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড উড়ন্ত সূচনা করেছে। শুক্রবার (০৩ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ৩-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডকে।



প্রথমার্ধের ২৭ মিনিটে লিড নেয় শেখ রাসেল। দলের ক্যামেরুন ফরোয়ার্ড পল এমিলের পাস থেকে রাসেলের হয়ে প্রথম গোলটি করেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (১-০)।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হেমন্তর ক্রস থেকে হেড করে দলের দ্বিতীয় গোলটি করেন ক্যামেরুন মিডফিল্ডার জঁ জুলস ইকাঙ্গা (২-০)। তবে, ম্যাচের ৬৩ মিনিটে ব্রাদার্সের ব্যবধান কমায় ব্রাদার্স। দলের অধিনায়ক ও নাইজিরিয়ান ফরোয়ার্ড কেস্টার এ্যাকন ব্যবধান কমানো গোলটি করেন।

৮৮ মিনিটে রাসেলের অধিনায়ক মিঠুন চৌধুরীর কর্নার থেকে হেডে আবারও গোল করেন ইকাঙ্গা (৩-১)। ম্যাচের বাকী সময় আর কোনো গোল না হলে দ্বিতীয় লেগে নিজেদের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

লিগের প্রথম পর্বে ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত রাসেল হারিয়েছিল ব্রাদার্সকে। নিজেদের একাদশ ম্যাচে এটা রাসেলের সপ্তম জয়, ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ থেকে চতুর্থ স্থানে উঠে এল তারা। অপরদিকে, নিজেদের দ্বাদশ ম্যাচ থেকে ব্রাদার্সের সংগ্রহ ২১ পয়েন্ট। চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেল দলটি দলটি।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।