ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

বিদেশি লীগে খেলার সম্ভাবনা মামুনুল ও জামালের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
বিদেশি লীগে খেলার সম্ভাবনা মামুনুল ও জামালের মামুনুল ও জামাল

ঢাকা: কাজী সালাউদ্দীন ও মোনেম মুন্নার পর এবার বিদেশের মাটিতে লীগ খেলার ডাক পেয়েছেন বাংলাদেশের দুই কৃতি ফুটবলার জাতীয় দল ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মামুনুল ইসলাম এবং ডেনমার্ক প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জামাল ভূঁইয়া।
 
ইংল্যান্ডের ওয়েলসের একটি লীগে খেলার জন্য এই দুইজনের সঙ্গে ক্লাব এজেন্টের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

ট্রায়ালে খেলার ডাক পেলেও সেখানে খেলতে যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি তারা।
 
এ বিষয়ে মামুনুল ইসলাম বাংলানিউজকে বলেন, ওয়েলসের বেশ কয়েকটি দল থেকে এজেন্টের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে ওই লীগে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। লীগে খেলতে গেলে দীর্ঘ ২৪ দিন সেখানে অবস্থান করতে হবে। কিন্তু শেখ জামালের খেলা চলছে, সামনেও চলবে তাই সেখানে যাওয়া সম্ভব হবে না বলেই মনে হয়।

তবে সেপ্টেম্বরের পরে সুযোগ হলে ভেবে দেখবেন বলেও জানান মামুনুল।
 
এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র দৃষ্টি আকর্ষণ করা হলে তারা কিছুই জানেন না বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
ইয়া/এজেডকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।