ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

কথা রাখলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
কথা রাখলেন সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: গত মে মাসে এক ক্যান্সার রোগীকে দেওয়া কথা রাখলেন লুইস সুয়ারেজ। দু’মাস আগে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওর পেরেইরা রোসেলা হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত মাতেও নামে এক কম বয়স্ক ছেলেকে ভিডিও কলের মাধ্যমে অবাক করে দিয়েছিলেন এ বার্সেলোনা স্টাইকার।



সেই ভিডিও কলে ছেলেটিকে সুয়ারেজ জানিয়েছিলেন সঠিক সময়ে ঔষধ সেবন করলে তাকে সাইন করা একটি টি-শার্ট দেওয়া হবে। আর বিতর্কিত এ তারকা শেষ পর্যন্ত তার কথা রাখলেন।

উরুগুইয়ান স্টাইকার পেরেজ স্ক্রিমিনি ফাউন্ডেশনের স্পন্সর হিসেবে কাজ করেন। এই ফাউন্ডেশনটি শিশুদের ক্যান্সার নিরাময় নিয়ে কাজ করে থাকে।

পরে হাসপাতালের কর্মরত ডাক্তার নে ক্যাসিয়ো তার টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘ আজ শিশুদের উৎসাহ যোগাতে স্ক্রিমিনি পেরেজ ফাউন্ডেশন থেকে সেরা দু’জন ডাক্তার ভিজিটও করেছেন। ধন্যবাদ লুইস ও সোফিয়া। ’

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।