ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন রেটিং দাবার পুরস্কার বিতরণ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুলাই ৪, ২০১৫
ওয়ালটন রেটিং দাবার পুরস্কার বিতরণ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ব্র্যান্ড ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। রাকিব ৯ খেলায় ৮.৫ পয়েন্ট অর্জন করে শিরোপা জয় করেন।



লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ৮ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন। সাত পয়েন্ট করে নিয়ে গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ তৃতীয় হয়েছেন।

শনিবার খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের ফার্ষ্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে,এম, শহিদউল্যার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর ইসলাম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি মোকাদ্দেছ হোসাইন, সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক, দুই যুগ্ম-সম্পাদক মোরাসলিন আহমেদ ও শামীম খান।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।