ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

প্রথমার্ধ গোলশূন্য আর্জেন্টিনা-চিলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
প্রথমার্ধ গোলশূন্য আর্জেন্টিনা-চিলি ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার ৪৪তম আসরের ফাইনালে এস্তাদিয়ো ন্যাসিওনাল মার্টিনেজ, সান্তিয়াগোতে তে মাঠে নামে গত বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা আর স্বাগতিক হিসেবে টুর্নামেন্টের শুরু থেকে ফেভারিটের তকমা লাগানো চিলি।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ নষ্ট হলে কোনো দলই গোলের দেখা পায়নি।

বিরতিতে গিয়েছে শিরোপা প্রত্যাশী দুই দল।

১৪বার কোপার শিরোপা জেতা আর্জেন্টিনার কোচ জেরার্ড মার্টিনো শুরুর একাদশে তার ছাত্রদের ৪-৩-৩ ফরমেশনে খেলান। আর আয়োজক চিলির কোচ জর্জ সাম্পাওলি তার শিষ্যদের শুরুর একাদশে ৪-৩-১-২ ফরমেশনে সাজান। আর্জেন্টিনার হয়ে ফাইনালের মঞ্চে শুরুতেই মাঠে নামেন সার্জিও রোমেরো, জাবালেতা, দেমিসিলিচ, অতামেন্ডি, মার্কোস রোহো, লুকাস বিগলিয়া, মাশচেরানো, পাস্তোরে, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া। অপরদিকে, চিলির হয়ে মাঠে নামেন ক্লদিয়ো ব্রাভো, ইসলা, মেদেল, সিলভা, বেউসেজোর, ভিদাল, ডিয়াজ, আরানগুয়েজ, ভালদিভিয়া, ভারগাস এবং অ্যালেক্সিজ সানচেজ।

লিওনেল মেসির আর্জেন্টিনা ২২ বছরের শিরোপা খরা কাটাবার লক্ষ্য নিয়ে কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামে। আর আর্জেন্টাইনদের প্রতিপক্ষ হয়ে ৯৯ বছর শিরোপা থেকে নিষ্ফলা থাকার যন্ত্রণায় কাতর চিলি নিজেদের মাটিতে একটি মেগা শিরোপা জিততে লড়াইয়ে নামে। ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন উইলমার রোলদান।

ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার ডিফেন্ডারদের ব্যস্ত রাখেন লা রোজারা। হাইভোল্টেজ এ ম্যাচের ১৩ মিনিটে প্রথম আক্রমণ সাজায় চিলি। সানচেজ-ভিদালদের সে প্রচেষ্টা রুখে দেন আর্জেন্টাইন গোলরক্ষক রোমেরো। ২২ মিনিটে পাল্টা আক্রমণে প্রায় মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে যান ভারগাস। কিন্তু শেষ মুহূর্তের অপেক্ষা না করে গোলবারের অনেক উপর দিয়ে বল পাঠিয়ে দেন তিনি।

২০ মিনিটের মাথায় গোলবারের ডান দিক থেকে মেসির নেওয়া ফ্রি-কিকে চিলির বক্সে দাঁড়িয়ে হেড করেন আগুয়েরো। গোলের দারুণ সুযোগ থাকলেও স্বাগতিক গোলরক্ষক ব্রাভো ঝাঁপিয়ে পড়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন বল।

২৪ মিনিটে ডি মারিয়াকে ফাউল করেন চিলির সিলভা। যার কারণে কিছুটা আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ত্যাগ করেন সেমিফাইনালে জোড়া গোল করা ডি মারিয়া। ২৯ মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে প্রবেশ করেন ইজিকুয়েল লাভেজ্জি।

৪৫ মিনিটে সানচেজের দুর্বল শট রুখে দেন রোমেরো। একই মিনিটে সুযোগ পেয়েছিলেন লাভেজ্জি। তার জোরালো শটটি চিলিয়ান গোলরক্ষক ব্রাভোর হাতে লেগে ফিরে যায়। আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলা গড়ালেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বাংলাদেশ সময়: ০৩০২ ঘণ্টা, ০৫ জুলাই ২০১৫
এমআর

** শিরোপার লড়াইয়ে নেমেছেন মেসি-সানচেজরা
**  আর্জেন্টিনা-চিলির সম্ভাব্য একাদশ
** শিরোপা খরা কাটাতে নামছে আর্জেন্টিনা-চিলি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।