ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

ফের চোখের জলে ভাসলো মেসিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
ফের চোখের জলে ভাসলো মেসিরা ছবি: সংগৃহীত

ঢাকা: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, এ্যাঞ্জেল ডি মারিয়া বিশ্বের বাঘা বাঘা গোলরক্ষকদের জন্য একেকটা ভয়ংকর নাম। তবে তা যেন শুধুই ক্লাব ফুটবলের জন্য।


 
আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে তারা খেলবেন আর প্রতিপক্ষের কাছে হেরে চোখের জলে বিদায় নিবেন এটিই যেন নিয়তি। এবারও এর ব্যতিক্রম হলো না।
 
কোপা আমেরিকার ৪৪তম ফাইনালে চিলির কাছে ট্রাইবেকারে হেরে টানা ২২ বছরের শিরোপা খরার মধ্যেই থেকে গেলে আর্জেন্টিনা।
 
আর বরাবরের মতো প্রিয় তারকাদের নিষ্প্রভতায় ক্ষোভে, দুঃখে অশ্রুসিক্ত হলো দেশটির ফুটবলের কোটি ভক্ত সমর্থকের চোখ।
 
লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, এ্যাঞ্জেল ডি মারিয়া খেলার সম্পূর্ণ সময় ধরে এতোটাই নিষ্প্রভ ছিলো যে, ধারাভাষ্যকরদের মুখে খুব একটা আসেনি তাদের নাম।
 
নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ের শেষ সময়ে গোলের সব থেকে সহজ সুযোগ মিস করেন হিগুয়াইন। এমনকি খেলার ভাগ্য নির্ধারণী পেনাল্টি শুট আউটেও গোল করতে ব্যর্থ হয় এই তারকা।
 
তারকা তকমা লাগানো খেলোয়াড়দের চরম ব্যর্থতায় গত ২২ বছরের মতো এবারও শুধু নামেই বিশ্বের অন্যতম ফুটবল শক্তির হিসেবে থেকে গেলো দেশটি। ফুটবল ঈশ্বর হিসেবে পরিচিত ডিয়োগ ম্যারাডোনার উত্তরসূরীদের সৌভাগ্য হলো না দু’হাতে শিরোপা উঁচিয়ে ধরার।

দীর্ঘ বছর শিরোপা না পাওয়ার বেদনায় অশ্রুসিক্ত আর্জেন্টিনা ও ভক্ত-সমর্থকেরা এবার বেদনা মোচনের স্বপ্ন দেখেছিল, সেটাও নোনা জলে ভেসে গেল।

বিশ্বকাপ ফাইনালের মতো, কোপা আমারেকির ফাইনালেও হেরে বিদায় নিতে হলো আর্জেন্টিনাকে। বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জার্মানির কাছে ১-০ গোলে হারে। আর এবার টাইব্রেকারে ৪-১ গোলের ব্যবধানে হয় পরাজয়।

বিশ্বকাপ ফাইনালে অন্যতম তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া খেলতে পারেননি। যা কিছুটা হলেও আশীর্বাদ হয়ে দেখা দিয়েছলো জার্মানির জন্য। বিশ্বকাপের পর অনুষ্ঠিত প্রীতি ম্যাচেও যার আভাস পাওয়া যায়। লিওনেল মেসিবিহীন সেই ম্যাচে ডি মারিয়ার ফুটবল নৈপুণ্য ৪ গোল হজম করতে হয় জার্মানিকে।
 
এবারও ডি মারিয়ার সহায়তা পেলো না আর্জেন্টিনা। খেলার ২৪ মিনিটের মাথায় পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার এই তারকাকে।
 
আর্জেন্টিনার ভক্তদের কাছে সুপার হিরো হিসেবে পরিচিত লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, এ্যাঞ্জেল ডি মারিয়া দু’হাত উজার করে দিয়েছেন নিজ নিজ ক্লাবকে। আর আকাশী-সাদা জার্সিতে তরা চরম ব্যর্থ হবেন তারই প্রমাণ দিয়ে চলেছেন।
 
ফলে দেশটির ফুটবল ঈশ্বর ডিয়োগা ম্যারাডোনার হাত ধরে সেই ১৯৮৬ বিশ্বকাপে ট্রফি উঁচু করে ধরে ছিলো আর্জেন্টিনা। এর পর একে একে ৭টি বিশ্বকাপ চলে গেলো আর বিশ্ব শিরোপা হাতে নিয়ে আনন্দ করতে পারেনি দেশটি।
 
একই ভাবে ১৯৯৩ সালে দিয়োগা ম্যারাডোনা, গ্যাব্রিয়েন বাতিস্তুতা, দিয়োগ সিমিওনের হাত ধরে এসেছিলো কোপার আমেরিকার শিরোপা। এরপর আর বড় কোনো শিরোপার দেখা পাননি ম্যারাডোনার এই পরবর্তী প্রজন্ম।
 
বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি ইতোমধ্যেই ক্লাবের পক্ষে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে টপকে আর্জেন্টিনার সর্বকালের সেরা গোল স্কোরারের আসনেও বসিয়েছেন নিজেকে। কিন্তু দেশকে এনে দিতে পারেননি কোনো শিরোপা। ফলে আর্জেন্টিনার জার্সিতে বিবর্ণ মেসি এ বদনাম থেকেই গেছে তার নামের পাশে। কোপা আমেরিকার শিরোপা জিতে সে বদনাম ঘোচানোর সুযোগ এলেও শেষ পর্যন্ত সেটাও হাত ছাড়া হলো।

বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এএসএস/টিআই

**  এবার কি থামবে আর্জেন্টিনার কান্না!
**  আর্জেন্টিনা-চিলির সম্ভাব্য একাদশ
** শিরোপা খরা কাটাতে নামছে আর্জেন্টিনা-চিলি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।