ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

দিল্লির কোচের নিয়োগ পেলেন রবার্তো কার্লোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
দিল্লির কোচের নিয়োগ পেলেন রবার্তো কার্লোস ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান সুপার লিগের (আইসএল) দল দিল্লি ডায়নামোসের প্রধান কোচের দায়িত্ব পেলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। আগামী মৌসুমের জন্য সাবেক এ তারকাকে প্রধান কোচের নিয়োগ দেওয়া হয়েছে।



ভারতের রাজধানী দিল্লি ভিত্তিক এ ফ্রাঞ্চাইজিটি গত মৌসুমে পঞ্চম হয়ে আসর শেষ করেছিল। সেবার বেলজিয়ান কোচ হার্ম ফন ভালদহোভানের অধীনে এক পয়েন্টের জন্য সেমি-ফাইনালে উঠতে পারেনি দলটি।

সম্প্রতি আইএসএলে যাওয়ার গুঞ্জন উঠেছিল কার্লোসের। ৪২ বছরের এ সাবেক ফুল-ব্যাক বিশ্বকাপ থেকে শুরু করে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, কোপা আমেরিকা সহ সবখানে রক্ষণভাগে আধিপত্য বিস্তার করেছিলেন।

রিয়াল মাদ্রিদের সাবেক এ তারকা সর্বশেষ রাশিয়ান ক্লাব আনজির হয়ে খেলে অবসরে গিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
এমএমএস



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।