ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

বার্সার প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
বার্সার প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীদের নাম অফিসিয়ালি চূড়ান্ত করা হয়েছে। মোট পাঁচজন এতে অংশ নিচ্ছেন।

এর মধ্যে সদ্য বিদায়ী ক্লাব প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউসহ সাবেক প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা রয়েছেন।

এছাড়াও টনি ফ্রেইক্সা, আগুস্টি বেনেডিটো ও হুয়ান বাতিস্তে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন। অন্যদিকে, জর্ডি ফ্যারি ও জর্ডি ম্যাজিওর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। ২০১০ সালের নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিলেন বেনেডিটো।

বার্সার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়ার শর্ত অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তাদের সমর্থনে ২,৫৩৪ স্বাক্ষর দেখাতে হয়। এর পাশাপাশি ক্লাবের সম্ভাব্য ক্ষতিতে প্রত্যেককে ৭৬.৩ মিলিয়ন ইউরো ব্যয় করার সামর্থ্য থাকতে হবে। এই শর্তগুলো পূরণ না করাতেই ফ্যারি ও ম্যাজিওকে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়নি।

মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে বার্তোমেউ ও লাপোর্তার মধ্যে। দু’জনই কাতালানদের সাবেক প্রেসিডেন্ট। তাই নতুন মেয়াদে দায়িত্ব নেওয়ার জন্য দু’জনেরই জোড়ালো সম্ভাবনা রয়েছে।

কে হচ্ছেন বার্সার নতুন অভিভাবক? ১৮ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়েই তা চূড়ান্ত হবে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।