ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়ার ‍আক্ষেপ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০১৫
ডি মারিয়ার ‍আক্ষেপ ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার দীর্ঘ ২২ বছরের শিরোপা খরার অপেক্ষাটা আরো দীর্ঘায়িত হলো। ফেভারিট হিসেবে মাঠে নেমেও স্বাগতিক চিলির কাছে আলবিসেলেস্তেদের স্বপ্নভঙ্গ হয়।

শিরোপা জেতার সুযোগ হাতছাড়া হওয়ায় নিজের হতাশা ব্যক্ত করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রথমার্ধের ২৯ মিনিটে মাঠ ছাড়েন ডি মারিয়া। সাইড বেঞ্চে বসেই টাইব্রেকারে দলের হতাশাজনক পরাজয় দেখেন। আর প্রথমবারের মতো কোপার শিরোপা জিতে জয়োল্লাসে মাতে চিলিয়ানরা।

গত বছর ব্রাজিল বিশ্বকাপেও ইনজুরিতে পড়ে কোয়ার্টার ফাইনালে ছিটকে পড়েন ডি মারিয়া। পরে সেমি ও ফাইনাল গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে তো মাঠেই নামতে পারেননি। জার্মানির বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে অসহায় দৃষ্টিতে দলের পরাজয় দেখেন। এবার কোপার ফাইনালেও তারই পুনরাবৃত্তি ঘটলো। ’

এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘আবারো আমরা চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছি। ম্যাচ জেতার জন্য সম্ভাব্য সব কিছুই করেছি। আমাদের ‍সামনে অনেক সুযোগ ছিল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে গঞ্জালো হিগুয়েইন গোল করার সুবর্ণ পেয়েও বল জালে জড়াতে পারেনি। পুরো ম্যাচে চিলির কৌশল খুবই ভাল ছিল। ’

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।