ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

রামোস প্রশ্নে বের হয়ে গেলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ৬, ২০১৫
রামোস প্রশ্নে বের হয়ে গেলেন রোনালদো ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে এক সাক্ষাতকার অনুষ্ঠানে ক্লাব সতীর্থ সার্জিও রামোসের ক্লাব ভবিষ্যত প্রসঙ্গে প্রশ্ন করা হয়। এমন প্রশ্নের বিপরীতে রাগান্বিত হয়ে বের হয়ে যান ‘সিআর সেভেন’।



গত সপ্তাহে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রামোসকে ৩৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব করে। তবে স্প্যানিশ ডিফেন্ডারকে দলে নিতে ব্যর্থ হয় ইংলিশ ক্লাবটি।

মৌসুম শেষে লা লিগার জায়ান্ট দলটির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে বিবাদে জড়ায় রামোস। বার্নাব্যু প্রধান জানান, অল্প কিছুদিনের মধ্যেই তারা ব্যাপারটির সমাধান করবেন।

এসএন টিভির এ সাক্ষাতকারে রামোসের ব্যাপারে জানতে চাইলে পর্তুগিজ অধিনায়ক বেজায় চটে যান। আর সঙ্গে সঙ্গে ‘জানি না’ বলে মাইক্রোফোন ও হেডফোন খুলে আকস্মিক স্থগিত করে দেন অনুষ্ঠান।

পরে ৩০ বছরের এ তারকা জানান, অনুষ্ঠানের উপস্থাপক তার সঙ্গে অশোভন আচরণ করায় তিনি বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।