ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকো থেকে বার্সায় তুরান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
অ্যাতলেতিকো থেকে বার্সায় তুরান ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যাতলেতিকো মাদ্রিদের তারকা ফুটবলার আরদা তুর‍ানকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তুরস্কের এই মিডফিল্ডারকে কিনতে কাতালানদের ব্যয় হয়েছে ৪১ মিলিয়ন ইউরো।

তবে বার্সার পরবর্তী প্রেসিডেন্ট চাইলে তাকে অ্যাতেলেতিকোতে ফিরে যেতে হবে।

তুরানের সঙ্গে কাতালানদের পাঁচ বছরের চুক্তি হয়েছে। তবে একটি শর্তও আছে। বার্সার প্রেসিডেন্ট নির্বাচন হবে আগামী ১৮ জুলাই। ২০ জুলাইয়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট যদি তুরানকে না চায় সেক্ষেত্রে তাকে পুরনো ক্লাবে ফিরতে হবে। এক্ষেত্রে স্প্যানিশ জায়ান্টদের ৪.১ মিলিয়ন ইউরো খোয়াতে হবে।

অবশ্য বার্সার পরবর্তী প্রেসিডেন্ট এমনটি না করলেও লা লিগা চ্যাম্পিয়নদের হয়ে সহজেই তুরানের মাঠে নামা হচ্ছে না। ট্রান্সফার নিষেধাজ্ঞা থাকায় ২০১৬’র জানুয়ারির আগে ২৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার প্রতিযোগিতামূলক ম্যাচে অংশ নিতে পারবেন না।

২০১৩-১৪ মৌসুমে অ্যাতলেতিকোকে লিগ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে অনবদ্য ভূমিকা রাখেন তুরান। ২০১১ সাল থেকে ২০১৫ এই চার মৌসুমে সাবেক ক্লাবের হয়ে তিনি ১৭৮ ম্যাচে ২২টি গোল করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।