ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ফিফার কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
ফিফার কাছ থেকে ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

ঢাকা: জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় ইনজুরিতে পড়লে ফুটবলারদের ক্লাবকে ক্ষতিপূরণ দেয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, ফিফা। ‘ফিফা ক্লাব প্রোটেকশন প্রোগ্রাম’ থেকে এ সুবিধা পেতে যাচ্ছে বাংলাদেশ।



ফিফার স্বীকৃতিপ্রাপ্ত কোন ম্যাচে জাতীয় দলের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়লে সেই ফুটবলারের সংশ্লিষ্ট ক্লাবকে ক্ষতিপূরণ দেবে ফিফা, এমন ঘোষণা আসে ২০১২ সালে। আর ‘ফিফা ক্লাব প্রোটেকশন প্রোগ্রাম’ নামের সে প্রজেক্টের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত বাড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

জাতীয় দল বা ক্লাব দলে খেলতে গিয়ে ফুটবলাররা ইনজুরিতে আক্রান্ত হন। যেহেতু ক্লাব টাকা দিয়ে ফুটবলার দলে ভিড়িয়ে থাকে, সেহেতু তাদের ক্ষতিকেই আমলে আনছে ফিফা।
 
গত জুন মাসে ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে চোট আক্রান্ত দুই ফুটবলার শেখ জামালের নাসিরউদ্দিন চৌধুরী ও ঢাকা আবাহনীর আব্দুল বাতেন মজুমদার কোমলের ক্লাবকে ফিফার ক্ষতিপূরণ পাইয়ে দিতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে ইতোমধ্যেই বাফুফে কাগজপত্র প্রস্তুত করেছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৭ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।