ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ

ঢাকা: সেইলর-বাফুফে জাতীয় অনুর্ধ-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার মোট পাঁচটি খেলা অনুষ্ঠিত হয়। এর মধ্যে চারটি সেমিফাইনাল এবং একটি ফাইনাল।

টাঙ্গাইলে ঢাকা ৪-০ গোলে শেরপুরকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের ফয়সাল হ্যাটট্রিক করেন।

গোপালগঞ্জ ভেনুতে গোপালগঞ্জ ৫-০ গোলে মুন্সীগঞ্জকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের নিপ্পণ হ্যাটট্রিক করেন। এছাড়া নয়ন ও শাকিল ১টি করে গোল করেন।
 
মৌলভীবাজারে কুমিল্লা ৪-০ গোলে ব্রাহ্মণবাড়িয়াকে হারিয়ে ফাইনালে ওঠে। বিজয়ী দলের জাফর ইকবাল এবং মেহেদী হাসান জোড়া গোল করেন।

ঠাকুরগাঁও ভেনুতে ঠাকুরগাঁও টাইব্রেকারে ৩-০ (০-০) গোলে রংপুরকে হারিয়ে ফাইনালে ওঠে। টাইব্রেকারে বিজয়ী দলের পক্ষে গোল করেন সাইদী, ফাহিম এবং রাকিব। এছাড়া রাজশাহীতে নাটোর টাইব্রেকারে ৬-৫ (০-০) গোলে নওগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ৭ জুলাই ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।