ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

মুক্তিযোদ্ধাকে রুখে দিল বিজেএমসি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুলাই ৭, ২০১৫
মুক্তিযোদ্ধাকে রুখে দিল বিজেএমসি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেখে বোঝার উপায় নেই মাঠে গড়াচ্ছে ফুটবল ম্যাচ। পুরো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দর্শক খরায় খাঁ খাঁ করছে।

প্রায় ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে শ’ তিনের দর্শক উপস্থিত। আর এর মধ্যেই অনুষ্ঠিত হল টিম বিজেএমসি বনাম মুক্তিযোদ্ধার নিষ্প্রাণ ম্যাচটি।

মঙ্গলবার (০৭ জুলাই) প্রিমিয়ার লিগের ম্যাচে তুলনামূলক দুর্বল টিম বিজেএমসির কাছে ১-০ গোলে পরাজিত হয় 'অল রেডস' খ্যাত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

ম্যাচের শুরু থেকেই ভুল পাস আর গোল মিসের মহড়া শুরু হয়। পুরো সময় জুড়েও তা অব্যাহত ছিল। প্রথমার্ধ জুড়ে দুই দল গোলের মুখ দেখেনি।

দ্বিতীয়ার্ধেও তারা একইভাবে খেলতে থাকে। ম্যাচের ৬৭ মিনিটে বদলি খেলোয়াড় এলিটা কিংসলে একমাত্র গোলটি করেন। তার উড়ন্ত গোলে ১-০ গোলে ব্যবধানে এগিয়ে যায় বিজেএমসি।

এরপর গোলের জন্য মরিয়া হয়ে যায় মুক্তিযোদ্ধা। একাধিক আক্রমণ করলেও গোল পায়নি দলটি। নির্ধারিত সময় শেষে রেফারি মিজানুর রহমান বাঁশি বাজালে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সরকারি মালিকানাধীন দলটি।

এ জয়ে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে প্রতিশোধ নিল টিম বিজেএমসি। লিগের প্রথম পর্বে দুই দলের মোকাবেলায় মুক্তিযোদ্ধা জিতেছিল ৩-১ গোলে। এ জয়ে দুই ম্যাচ পর আবারও জয়ের ধারায় ফিরলো দলটি। ওদিকে টানা তিন ম্যাচ জয়হীন থাকলো মুক্তিযোদ্ধা।

নিজেদের ১৩তম ম্যাচে এটি বিজেএমসির তৃতীয় জয়, ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে আছে তারা। সমান সংখ্যক ম্যাচে মুক্তির এটা চতুর্থ হার। ২১ পয়েন্ট নিয়ে তারা আছে ষষ্ঠ স্থানে।
 
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ৭ জুলাই, ২০১৫
ইয়া/কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।