ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

পিরলোকে পেয়ে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
পিরলোকে পেয়ে উচ্ছ্বসিত ল্যাম্পার্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও আন্দ্রে পিরলো দু’জনই বিশ্বসেরা মিডফিল্ডারদের মধ্যে অন্যতম। সময়ের পরিক্রমায় উভয়েই এখন ক্লাব সতীর্থ।

তারা যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব নিউইয়র্ক সিটি এফসির হয়ে খেলবেন।

সাবেক চেলসি তারকা ল্যাম্পার্ড এ বছরের শুরুতে নিউইয়র্ক সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে ইংলিশ লিগে ম্যানসিটির হয়ে ২০১৪-১৫ মৌসুম শেষ করে আমেরিকায় পাড়ি জমান। আর গত সোমবার (০৬ জুলাই) জুভেন্টাস ছেড়ে অফিসিয়ালি আমেরিকান সকার ক্লাবটিতে নাম লেখান পিরলো।

সতীর্থ হিসেবে পিরলোকে পেয়ে বেশ উচ্ছ্বসিত ল্যাম্পার্ড। ৩৭ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার রীতিমত তাকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন।

এক সাক্ষাৎকারে ল্যাম্পার্ড বলেন, ‘পিরলোর সঙ্গে একই ক্লাবের হয়ে খেলতে পারব ভেবে নিজেকে ভাগ্যবান মনে করছি। সে বিশ্বমানের খেলোয়াড়। আমার মতে, বল নিয়ন্ত্রণ ও ফ্রি-কিক নেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে অন্য কারো তুলনা নেই। ’

ল্যাম্পার্ড-পিরলো ছাড়াও নিউইয়র্ক সিটিতে নাম লিখিয়েছিলেন স্প্যানিশ তারকা স্ট্রাইকার ডেভিড ভিয়া। যদিও বর্তমানে তিনি অস্ট্রেলিয়ান সকার ক্লাব মেলবোর্ন সিটির হয়ে ধারে খেলছেন।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।