ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে চীন যাচ্ছে কুস্তি দল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে চীন যাচ্ছে কুস্তি দল সংগৃহীত

ঢাকা: চীনে অনুষ্ঠিত হতে যাওয়া ১১তম এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ কুস্তি দল। এর পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন।



আগামী ১১ থেকে ১৩ জুলাই অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (০৯ জুলাই) বাংলাদেশ দল চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১৫ জুলাই দেশে ফিরে আসবে।

বুধবার (০৮ জুলাই) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এ নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সহ-সভাপতি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), খেলোয়াড় বিল্লাল হোসেন, রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ানসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় জানানো হয়, বাংলাদেশ ও স্বাগতিক চীন ছাড়াও এ চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, কাজিকিস্তান, ইরানসহ ২০ দেশের কুস্তি দল অংশ নিচ্ছে।

এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া প্রসঙ্গে ওয়ালটনের কর্মকর্তা ও বাংলাদেশ দলের টিম ম্যানেজার এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ আমাদের দেশের জন্য একটা ভালো খবর। খেলোয়াড় বিল্লাল হোসেন এমন বড় আসরে খেললে, তারও বেশ অভিজ্ঞতা হবে। অবশ্য এর আগে তিনি ১০ এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেন এবং উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন। সব মিলিয়ে আমরা চাই এবার ভালো ফলাফল করতে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।