ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জুলাই ৮, ২০১৫
সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল

ঢাকা: ২ জুলাই থেকে দেশব্যাপী ৮ ভেন্যুতে শুরু হয়েছে সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা। বুধবারের খেলায় জয় পেয়েছে যশোর, নারায়ণগঞ্জ ও ফেনী জেলা অনূর্ধ্ব-১৫ ফুটবল দল।




যশোরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে যশোর ২-০ গোলে ঝিনাইদহকে হারায়। বিজয়ী দলের স্বর্গ ও লাল হোসেন ১টি করে গোল করেন। রাজশাহীতে অনুষ্ঠিত ফাইনালে নারায়ণগঞ্জ ৩-০ গোলে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের হৃদয়, ইমরান ও ইব্রাহিম ১টি করে গোল করেন।

চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে ফেনী ৩-০ গোলে নোয়াখালীকে হারায়। বিজয়ী দলের এনামুল হক পিয়াস, নুরুল আবসার ও তামিম হোসেন ১টি করে গোল করেন।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ০৮ জুলাই, ২০১৫
ইয়া/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।