ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

আর্সেনালের এশিয়া ট্রফি স্কোয়াডে নেই সানচেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
আর্সেনালের এশিয়া ট্রফি স্কোয়াডে নেই সানচেজ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রীতি ফুটবল টুর্নামেন্ট এশিয়া ট্রফি সামনে রেখে ২৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্সেনাল। তবে, গানারদের তিন তারকা ফুটবলার আলেক্সিস সানচেজ, ড্যানি ওয়েলব্যাক ও থমাস রসিকিকে দলে রাখা হয়নি।



চারদিনের প্রাক মৌসুম টুর্নামেন্টটি ১৫ জুলাই শুরু হয়ে ১৮ তারিখে শেষ হবে। মোট চারটি দলের অংশগ্রহণে আসরটি অনুষ্ঠিত হবে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আর্সেনাল, এভারটন, স্টোক সিটি ও স্বাগতিক সিঙ্গাপুরের সেরা একাদশ এতে অংশ নেবে।

ছুটিতে থাকায় চিলির হয়ে কোপা আমেরিকার শিরোপা জয়ী সানচেজকে দলে রাখা হয়নি। তবে, মিডফিল্ডার রসিকি ও ইংলিশ স্ট্রাইকার ওয়েলব্যাক ইনজুরির কারণে দলে সুযোগ পাননি।

কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনাও ছুটি কাটাচ্ছেন। এ মাসের ২৭ তারিখ পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। আর ০৩ আগস্টের পর ইংল্যান্ডে ফিরবেন সানচেজ।

উল্লেখ্য, প্রতি দু’বছর অন্তর এশিয়া মহাদেশে এশিয়া ট্রফি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এটি প্রিমিয়ার লিগ এশিয়া ট্রফি নামেও পরিচিত। ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি ও স্বাগতিক দেশ থেকে একটি দল এই প্রীতি টুর্নামেন্টে অংশ নেয়।

গত দুই আসরের আয়োজক ছিল হংকং। ২০১১ সালে চেলসি ও ২০১৩-তে চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।