ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

মেসিই ইতিহাসের সেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
মেসিই ইতিহাসের সেরা ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় যোগ দিতে না দিতেই লিওনেল মেসিকে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন আরদা তুরান। আর্জেন্টাইন অধিনায়ককে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে অ্যাখ্যা দিয়েছেন।

আর আন্দ্রেস ইনিয়েস্তাকে যে আদর্শ হিসেবে মানেন সেটিও জানান সাবেক অ্যাতলেতিকো মাদ্রিদ তারকা।

এক সাক্ষাৎকারে আরদা বলেন, ‘মেসি এক কথায় ইতিহাসের সেরা খেলোয়াড়। এটা আমার জন্য বিরাট সম্মানের যে, তার সঙ্গে একই জার্সি গায়ে মাঠে নামতে পারব। বার্সার অংশ হতে পারাটাই বিশেষ কিছু। আমার স্বপ্ন পূরণ হয়েছে। । ক্যারিয়ারে পরিশ্রমের পুরস্কারস্বরুপ এ অবস্থানে পৌঁছেছি। চ্যালেঞ্জ নিতে আমি প্রস্তুত। আমি নিশ্চিত সতীর্থরা আমাকে ন্যু ক্যাম্পে মানিয়ে নিতে সহায়তা করবে। ’

তুরস্কের এ মিডফিল্ডার উল্লেখ করেন, ‘মেসি ছাড়াও ইনিয়েস্তা আমার প্রিয় খেলোয়াড়। এ দু’জনের সঙ্গে মাঠে নামতে আমার তর সইছে না। বর্তমানে ইনিয়েস্তাকে আদর্শ হিসেবে মানি। তবে, অতীতে দিয়েগো ম্যারাডোনা আমার আইডল ছিলেন। ’

উল্লেখ্য, ০৬ জুলাই (সোমবার) অ্যাতলেতিকো থেকে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান আরদা। তবে আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় বার্সার প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী চাইলে আরদাকে পুরনো ক্লাবে ফিরে যেতে হবে। কিন্তু, নতুন প্রেসিডেন্টকে ২০ জুলাইয়ের মধ্যে এ সিদ্ধান্তটি নিতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।