ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

পরের মৌসুমে আরও শিরোপা জিততে প্রস্তুত নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
পরের মৌসুমে আরও শিরোপা জিততে প্রস্তুত নেইমার

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম অস্ত্র ব্রাজিলিয়ান নেইমার জানিয়েছেন, নিজের তৃতীয় মৌসুমেও কাতালানদের হয়ে জয়ের ক্ষুধা এতটুকুও কমবে না তার। স্প্যানিশ ক্লাবটির হয়ে আর দেশের জার্সি গায়ে আরও শিরোপা জিততে প্রস্তুত ব্রাজিল অধিনায়ক।



নেইমারের প্রতিষ্ঠিত ‘নেইমার জুনিয়র প্রোজেক্ট ইনিস্টিটিউট’ এ দুই হাজার প্রতিবন্দী শিশুদের নিয়ে একটি চ্যারিটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে বার্সার ট্রেবল জয়ী তারকা জানান, আমি ট্রেবল শব্দটি পছন্দ করি। তবে, বছরে একটি ট্রেবল না, দুটি ট্রেবল জিততে চাই আমি।

গত মৌসুমে তিনটি মেজর শিরোপা জিতে লুইস এনরিকের বার্সা ট্রেবল জেতে। কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগার চ্যাম্পিয়ন হয় বার্সা। তবে, নেইমার চান পরের বছর মোট ছয়টি শিরোপা জিততে। পরের মৌসুমে দেশের জার্সি গায়ে আর ক্লাবের হয়ে তিনি ছয়টি শিরোপা জিততে চান বলে জানান।

নেইমার বলেন, গত মৌসুমটি আমার জন্য বেশ ভালো গিয়েছে। অসাধারণ কিছু শিরোপার স্বাদ পেয়েছি। কিন্তু আমি সবসময়ই আরও বেশি শিরোপা পেতে চাই। আমি কখনোই অল্প কিছুতে সন্তুষ্ট থাকতে চাই না। পরের মৌসুমেও আমি বেশি বেশি লিগ, চ্যাম্পিয়ন্স লিগ আর কোপা আমেরিকার শিরোপা (শতবার্ষিকী উপলক্ষে ২০১৬’তে আবারো বসবে কোপার আসর) জিততে চাই।

দেশের জার্সি গায়ে ৬৫ ম্যাচে ৪৪ গোল করা নেইমার আরও বলেন, ‘ট্রেবল’ শব্দটি আমার ভালো লাগে, তবে শৈশব থেকে আমার পছন্দের তালিকায় রয়েছে ‘ছয়গুন’ শব্দটি। নতুন মৌসুমে আরও বেশি শিরোপা নিয়ে পছন্দের শব্দটির সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই।

বার্সার হয়ে দ্বিতীয় মৌসুমে ৫১ ম্যাচ খেলে নেইমার গোল করেছেন ৩৯টি। সান্তোস ছেড়ে কাতালানদের হয়ে নাম লিখিয়ে প্রথম মৌসুমে ব্রাজিলের এ তারকা খেলেছিলেন ৪১ ম্যাচ। যেখানে তিনি গোল করেন মাত্র ১৫টি। তবে, নিজের তৃতীয় মৌসুমে ক্লাবের হয়ে সেরাটা ঢেলে দিতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন নেইমার।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।