ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের ট্রায়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দলের ট্রায়াল

ঢাকা: ‘এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৬ কোয়ালিফায়ার্স’ এবং ‘অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৫’-এর খেলায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দল গঠন করা হবে।

‘সেইলর বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫’-এর ৮টি জোন থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত অনূর্ধ্ব-১৫ খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় ফুটবল দল গঠনের লক্ষ্যে আগামী ১১ ও ১২ জুলাই মতিঝিলে অবস্থিত বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে সকাল ৮টায় এক ট্রায়াল অনুষ্ঠিত হবে।



প্রাথমিকভাবে বাছাইকৃত ওই খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জামসহ বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে যথাসময়ে উপস্থিত হয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বি.এ. জোবায়ের নিপুর কাছে রিপোর্ট করতে হবে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ০৯ জুলাই ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।