ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ফাইনালে জোকোভিচের মুখোমুখি ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
ফাইনালে জোকোভিচের মুখোমুখি ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: ঐতিহ্যবাহী উইম্বল্ডন টেনিসের ফাইনালে জায়গা করে নিয়েছেন দুই তারকা রজার ফেদেরার ও নোভাক জকোভিচ। প্রথম সেমিফাইনালে রিচার্ড গ্যাসকুয়েটকে হারিয়ে পঞ্চমবারের মত এ গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন জোকোভিচ।

আর অন্য সেমিফাইনালে অ্যান্ডি মারেকে কাঁদিয়ে রেকর্ড ১১ বারের মত ফাইনাল নিশ্চিত করেন ফেদেরার।

ফ্রেঞ্চ তারকা গ্যাসকুয়েটকে সরাসরি তিন সেট হারিয়ে জয় তুলে নেন শীর্ষ বাছাই জোকোভিচ। সার্বিয়ান এ তারকা ৭-৬, ৬-৪ ও ৬-৪, গেমে সাত নম্বর তারকা গ্যাসকুয়েটের বিপক্ষে জয় তুলে নেন।

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়নস মারেকেও সরাসরি তিন সেট হারিয়ে ফাইনালে ওঠেন ফেদেরার। টেনিসের তিন নম্বর তারকা ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করলেও শেষ পর্যন্ত ৭-৫, ৭-৫ ও ৬-৪ গেমে হেরে বসেন।
আর সেই সঙ্গে ২০১২ সালের পর আবারো ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করলেন সাতবারের উইম্বলডন জয়ী সুইস তারকা ফেদেরার।

আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে টেনিস বিশ্বের এই এক ও দুই নম্বর তারকা।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।