ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষে মেহেদী হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
আন্তর্জাতিক রেটিং দাবায় শীর্ষে মেহেদী হাসান

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে হাবিবুর রহমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের খেলা শেষে লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন।

ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেনঃ শওকত হোসেন পল্লব, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন লাভলু, বাংলাদেশ নৌবাহিনীর এস,এম, স্মরন, মনীপুর চেস ক্লাবের বেলাল হোসেন এবং ইব্রাহীম পারভেজ।

শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় পরাগ বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনকে, জিয়া গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফকে, পল্লব অরুন চন্দ্র সরকারকে, বেলাল নৌবাহিনীর মাহতাবউদ্দিন আহমেদকে, লাভলু সায়মন সিদ্দিকুর রহমানকে ও ইব্রাহীম পারভেজ ফায়ার-সার্ভিসের মোহাম্মদ এনায়েত হোসেনকে পরাজিত করেন। স্মরন  সোহেল চৌধুরীর সাথে ড্র করেন।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।