ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ষষ্ঠ উইম্বলডন শিরোপা জিতলেন সেরেনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জুলাই ১১, ২০১৫
ষষ্ঠ উইম্বলডন শিরোপা জিতলেন সেরেনা ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডনে নারী এককের ফাইনাল ম্যাচ জিতে নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। স্প্যানিশ উঠতি তারকা গারবিন মুগুরুজাকে হারিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন শিরোপা জিতে নেন ৩৩ বছর বয়সী এ তারকা।



ফাইনালে জিততে খুব একটা বেগ পেতে হয়নি সেরেনাকে। উইলিয়াম পরিবারের মেয়ে ২১ বছর বয়সী টেনিসের চমক মুগুরুজাকে সরাসরি সেটে হারিয়েছেন। ৬-৪, ৬-৪ সেটে ফাইনাল ম্যাচটি জিতে নিয়েছেন সেরেনা।

উইম্বলডন শুরুর আগে মুগুরুজার কথা অনেকেই ভাবেননি। তবে, ২০ নম্বর বাছাই এ স্প্যানিশ টেনিস খেলোয়াড় আগ্নিয়েস্কা রাদভানস্কার মতো তারকাকে হারিয়ে উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন।

এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের ২১তম গ্রান্ডস্ল্যাম জিতলেন সেরেনা উইলিয়ামস।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ১১ জুলাই ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।