ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

নারী ডাবলসে সানিয়া-হিঙ্গিসের শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
নারী ডাবলসে সানিয়া-হিঙ্গিসের শিরোপা জয় ছবি: সংগৃহীত

ঢাকা: উইম্বলডন টেনিসের নারী ডাবলসে শিরোপা জিতেছেন সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি। এ দুই তারকা খেলোয়াড় প্রথম সেটে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।



ভারতীয় টেনিস তারকা সানিয়া ও সাবেক নাম্বার ওয়ান সুইস তারকা হিঙ্গিস এদিন ৫-৭, ৭-৬(৭-৪) ও ৭-৫ সেটে রাশিয়ার একাতিরানে মাকারোভা ও এলেনা ভেসানিয় জুটিকে হারান।

সানিয়া মির্জার নারী ডাবলসে এটি প্রথম কোন গ্র্যান্ডস্লাম শিরোপা জয়। অন্যদিকে ১৭ বছর পর উইম্বলডনে নারী ডাবলসে শিরোপার স্বাদ নিয়েছেন হিঙ্গিস। এদিন প্রথম সেটে হারের পরও দ্বিতীয় সেটে টাইব্রেকারে কষ্টার্জিত জয় তুলে নেয় ইন্দো-সুইস জুটি। আর শেষ সেটেও তারা প্রতিদ্বন্দ্বিতা করে জয় পায়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।