ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ভালদেসের ক্লাব ছাড়ার গুজব ভিত্তিহীন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
ভালদেসের ক্লাব ছাড়ার গুজব ভিত্তিহীন ভিক্টর ভালদেস / ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি ভিক্টর ভালদেসের ক্লাব ছাড়ার গুঞ্জন ফুটবল বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করে। তবে, এমন সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ভালদেসের এজেন্ট গিনেস কারভাজাল।

তাই ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন ৩৩ বছর বয়সী এ গোলরক্ষক।

এর মধ্য দিয়ে স্প্যানিশ গোলরক্ষক ভালদেসের তুরস্কে পাড়ি জমানোর গুজবের অবসান ঘটলো। এর অাগে তুর্কী ক্লাব আন্তালিয়াসপরের প্রেসিডেন্ট গুল্তেকিন গেন্সার নিজেই জানিয়েছিলেন, তারা ভালদেসকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে রয়েছে। তখনই এ নিয়ে রীতিমত হইচই পড়ে যায়।

এক সাক্ষাৎকারে কারভাজাল বলেন, ‘আন্তালিয়াসপরের প্রেসিডেন্ট গেন্সারের সঙ্গে আমার কখনই কথা হয়নি। তাকে আমি চিনিও না। কিন্তু, তুরস্ক থেকে একাধিক ব্যক্তি আমাকে ফোন দেয়। তারা ভালদেসকে তাদের দলে নেওয়ার প্রস্তাব দেয়। তবে তুর্কী ক্লাবে যোগ দেওয়ার কোনো ইচ্ছাই ভালদেসের মধ্যে নেই। তাই এ ধরণেই খবরেরও কোনো ভিত্তি নেই। ’

ম্যানইউর সঙ্গে সাবেক বার্সা তারকা ভালদেসের চুক্তির মেয়াদ এক বছর বাকি। এ বছরের শুরুতে তিনি রেড ডেভিলসদের সঙ্গে দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হন।

ওল্ড ট্রাফোর্ডেই ভালদেস থাকতে চান বলে নিশ্চিত করেন কারভাজাল। ‘ভালদেসের ক্লাব ছাড়ার কোনো কারণ আমি দেখি না। ম্যানইউ বিশ্বের শীর্ষ দু-তিনটি ক্লাবের মধ্যে অন্যতম। আগামী মৌসুমে দলের হয়ে নিজেদের সেরাটা দেওয়ার জন্য তিনি প্রস্তুত। ’

উল্লেখ্য, সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে দলে ভেড়ানোর খবর ছড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন আন্তালিয়াসপরের প্রেসিডেন্ট গেন্সার। কিন্তু, শেষ পর্যন্ত স্বদেশী ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেন দুবারের বিশ্বসেরা এ মিডফিল্ডার। অবশ্য গত মাসে স্যামুয়েল ইতোকে দলে ভিড়িয়ে তুর্কী ক্লাবটি চমক উপহার দেয়।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।