ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

গোলরক্ষক আসমিরকে দলে নিল চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
গোলরক্ষক আসমিরকে দলে নিল চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: আট মিলিয়ান ইউরোর বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসিতে যোগ দিলেন স্টোক সিটির গোলরক্ষক আসমির বেগোভিচ। স্ট্যামফোর্ড ব্রিজের হয়ে তিনি ‍আগামী চার বছরের জন্য চুক্তি সারলেন।



গত মৌসুম শেষে চেলসির অভিজ্ঞ গোলরক্ষক পিটার চেক আর্সেনালে যোগ দেয়ায় চেলসি কোচ হোসে মরিনহো আসমিরের দিকে নজর দেন। আর সর্বশেষ চেলসি ও স্টোক ১৩ জুলাই টুইটারে ব্যাপারটি নিশ্চিত করে। স্টোকের হয়ে পাঁচ বছর খেলা আসমিরকে এখন অন্য গোলরক্ষক থাইবাউট কোরতোইসের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে।

বসনিয়া ও হার্জেগোভিনা জাতীয় ফুটবল দলের খেলা এ তারকা ব্লুজদের হয়ে আগামী মাসে শুরু হওয়া নতুন মৌসুমে ১ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন। অন্যদিকে কোরতোইসের জার্সি নম্বর ১৩।

চেলসিতে যোগ দিতে পেরে উছ্বাসিত আসমির জানান, ‘আমি চেলসির গোলরক্ষক হতে পেরে দারুণ খুশি। আমি এখানকার কোচের সঙ্গে কথা বলেছি। আর এখানে আমি নিজের আরো উন্নতি করতে পারবো এবং দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চাই। ’

আসমির ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত স্টোকের হয়ে ১৬০টি ম্যাচ খেলেছেন। যেখানে তার একটি গোলও রয়েছে। অন্যদিকে জাতীয় দল বসনিয়ার হয়ে ২০০৯ থেকে এখন পর্যন্ত ৪০টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।