ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

মেসির চেয়ে ম্যারাডোনার গোল ‘আরো চমৎকার’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
মেসির চেয়ে ম্যারাডোনার গোল ‘আরো চমৎকার’ লিওনেল মেসি ও দিয়েগো ম্যারাডোনা

ঢাকা: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে বিশ্বসেরা ফুটবলার মনে করেন দলটির সাবেক কিংবদন্তি খেলোয়াড় দিয়েগো ম্যারাডোনা। তবে তিনি জানান, বার্সেলোনা তারকার খেলার ধরণ তার মত না।

মেসি ও ম্যারাডোনা দু’জনেই বার্সার হযে খেলেছেন। আর গত মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ট্রেবল জিতেছেন ২৭ বছরের মেসি।

ম্যারাডোনা বিশ্বাস করেন চারবারের বিশ্বসেরা এ ফুটবলার তার নিজস্ব শৈলী খুঁজে পাবে। আর এটা তার প্রতিদিনকার উন্নতির কারণেই হবে। তার ট্রিকিতে ডিফেন্ডাররা বোকা হয়ে যায়। যেমন বায়ার্ন মিউনিখের জেরম বোয়েটাং।

এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি মেসি তার খেলার শৈলী খুঁজে পাবে। তবে ক্লাবে সে প্রচুর গোল করছে। আমি মনে করি আমার ক্যারিয়ারের প্রথম থেকে আমার ফুটবল শৈলী ছিল। সুতরাং ‍এটাই প্রমাণ করে আমি তার থেকে ভালো ফুটবলার ছিলাম। ’

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক আরো বলেন, ‘মেসি ইতোমধ্যে ৩০০টির ওপর গোল করেছে। যেখানে আমার ক্যারিয়ারে কেবল ২০০টির বেশি গোল করেছিলাম। তবে একটি ব্যাপার হচ্ছে মেসির থেকে আমার গোলগুলো আরো চমৎকার। ’

ম্যারাডোনা অবশ্য কোপা আমেরিকায় খারাপ খেলায় মেসির সমালোচনা করেন। তিনি জানান, মেসি যেখানে ক্লাবের হযে প্রচুর গোল করেছে সেখানে দলের হয়ে সে বলে পা লাগাতেই পারেনি ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।