ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

চট্টগ্রাম ভেন্যুতে চ্যাম্পিয়ন ফেনী

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৫
চট্টগ্রাম ভেন্যুতে চ্যাম্পিয়ন ফেনী ছবি: সংগৃহীত

ঢাকা: সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক চট্টগ্রামকে টাইব্রেকারে ৪-৩ (২-২) গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী। এ জয়ের ফলে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ফেনী অনূর্ধ্ব-১৫ জেলা ফুটবল দল।



মঙ্গলবার ( ১৪ জুলাই) চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে ১টি করে গোল করে বিজয়ী দলের আমিন হোসেন ও আহসানুল হক। বিজিত বা পরাজিত দলের হয়ে জোড়া গোল করে ইফতেখার আহমেদ।

এ নিয়ে আটটি ভেন্যুর মধ্যে সবগুলো ভেন্যুরই প্রিলিমিনারি রাউন্ডের খেলা শেষ হলো। এর আগে সাত ভেন্যুর খেলায় চ্যাম্পিয়ন হয় যশোরে স্বাগতিক যশোর, গোপালগঞ্জে বরিশাল, মৌলভীবাজারে সিলেট, ঠাকুরগাঁওয়ে স্বাগতিক ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গায় নারায়ণগঞ্জ, টাঙ্গাইলে ঢাকা এবং রাজশাহীতে নাটোর অনূর্ধ্ব-১৫ জেলা ফুটবল দল।
 
উল্লেখ্য, গত ২ জুলাই থেকে দেশব্যাপী ৮ ভেন্যুতে শুরু হয় সেইলর-বাফুফে জাতীয় অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ১৪ জুলাই, ২০১৫
ইয়া/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।