ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ক্যাসিয়াসকে জাভির খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
ক্যাসিয়াসকে জাভির খোলা চিঠি ছবি: সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদ থেকে বিদায়ের পর থেকেই বিভিন্নজনের কাছ থেকে বিদায়ী বার্তা পেয়ে আসছেন ইকার ক্যাসিয়াস। এর মধ্যে ক্লাব ও জাতীয় দলের সতীর্থরা অন্যতম।

তেমনিভাবেই ক্যাসিয়াসকে উদ্দেশ্য করে জাভি হার্নান্দেজ একটি খোলা চিঠি লিখেছেন। যেটি স্প্যানিশ পত্রিকা ভাঙ্গুয়ারদিয়াতে ছাপানো হয়েছে।

স্পেন ও বার্সেলোনা কিংবদন্তির খোলা চিঠিটি জনুপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা’তে প্রকাশ করা হয়েছে। সেটিই পাঠকদের জন্য তুলে ধরা হলো:

জাভি বলেন, ‘১৯৯৭ সালে মিশরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সময় ক্যাসিয়াসের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। এর পর থেকে তার সম্পর্কে কেউ জানতে চাইলেই আমি বলতাম, সে সত্যিই খুব ভালো মানুষ। ’

বার্সা কিংবদন্তি ‍আরও বলেন, ‘আশা করছি, পোর্তোতে সে উষ্ণ অভ্যর্থনা পাবে। আমার কাছে ক্যাসিয়াস ফুটবল ইতিহাসের সেরা গোলরক্ষক। হয়তো তার ফুটওয়ার্কে কিছুটা দুর্বলতা রয়েছে। কিন্তু, গোলপোস্টের নিচে তার মতো এমন দৃঢ়তা অন্যদের মাঝে দেখিনি। রিয়াল ও স্পেন জাতীয় দলের কাছে সে কিংবদন্তি হয়েই থাকবে। ’

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী এ মিডফিল্ডার উল্লেখ করেন, ‘ক্যাসিয়াস যেভাবে রিয়াল ছেড়েছে তাতে আমি মর্মামত। এটা আমাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। ’

খোলা চিঠির শেষভাগে জাভি উল্লেখ করেন, বন্ধু, আশা করছি পোর্তোতে তোমার সময়টা ভালো কাটবে। তোমার জন্য শুভকামনা রইলো। ’

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্ট, জুলাই ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।