ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

‘পগবার জন্য ৮০ মিলিয়ন ইউরো হাস্যকর’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
‘পগবার জন্য ৮০ মিলিয়ন ইউরো হাস্যকর’ ছবি : সংগৃহীত

ঢাকা: এবারের মৌসুমে মূল্যবান ফুটবলারদের মধ্যে সবচেয়ে এগিয়ে থাকছেন জুভেন্টাস মিডফিল্ডার পল পগবা। সেই সঙ্গে তারকা এ ফুটবলারকে দলে ভেড়াতে মরিয়া ইরোপিয়ান সেরা দলগুলো।

তবে পগবার ৮০ মিলিয়ন ইউরো প্রস্তাবকে জুভিরা ফিরিয়ে দেয়ায় ব্যাপারটি হাস্যকর বলছেন বার্সেলোনার কিংবদন্তি ইয়হান ক্রুইফ।

ফ্রান্স জাতীয় দলের এ মিডফিল্ডারকে দলে নিতে সবচযে বেশি আগ্রহ দেখিয়েছে বার্সা। এছাড়া ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও লিগ ওয়ান দল প্যারিস সেন্ট জার্মেইও পগবার দিকে নজর রেখেছেন।

এদিকে কাতালান জায়ান্টরা সর্বপ্রথম পগবার জন্য দর হাকিয়েছিল। তবে জুভি কোচ মাসিলিয়ানো অ্যালিগ্রি তা প্রত্যাখ্যান করে দেন। কারণ পগবাকে আরো এক মৌসুমে তুরিনে রাখার ইচ্ছে আছে তার।

ক্যাম্প ন্যু’র ফুটবলার ও কোচ থাকা ডাচ তারকা ক্রইফ অবশ্য হতাশা প্রকাশ করে জানান, বার্সার যুব দলে ভালো ফুটবলার থাকতে পগবাকে নিয়ে টানাটানি অবান্তর।

ক্রইফ বলেন, ‘পগবার পরিসংখ্যান আহামরি না। তাই তার জন্য ৮০ মিলিয়ন ইউরো খরচ করা হাস্যকর। একটা সময় ছিল যখন বার্সা জাভি, লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিযেস্তার মত ফুটবলার তৈরী করেছি। তবে এখন সে সব আর নেই। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।