ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

খেলা

ভিদালকে চায় বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
ভিদালকে চায় বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: বাস্তিয়ান শোয়েনস্টাইগার ক্লাব ছাড়ার পর থেকেই তার শূন্যস্থান পূরনে উঠেপড়ে লেগেছে বায়ার্ন মিউনিখ। চিলির হয়ে কোপা আমেরিকা জয়ী আর্তুরো ভিদালকেই দলে চাইছেন বায়ার্ন কোচ পেপ গার্দিওলা।

গোল ডট কমের বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সম্প্রতি ১৭ বছরের বন্ধন ছিন্ন করে বায়ার্ন ছেড়ে তিন বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ‍পাড়ি জমান শোয়েনস্টাইগার। এর আগে কোনো জার্মান ফুটবলারের ম্যানইউর মূল দলের হয়ে খেলার সৌভাগ্য হয়নি। তাই একটি রেকর্ড গড়ারও দ্বারপ্রান্তে জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী এ মিডফিল্ডার।

ইতোমধ্যেই ভিদালকে দলে ভেড়াতে জুভেন্টাসের সঙ্গে আলোচনা শুরু করেছে জার্মান চ্যাম্পিয়নরা। উক্ত সূত্রমতে, চিলিয়ান মিডফিল্ডারকে বিক্রির জন্য ৪০ মিলিয়ন ইউরো দাবি করেছে জুভিরা।

তবে, বায়ার্ন বা জুভেন্টাসের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইতালিয়ান জায়ান্টদের সঙ্গে ভিদালের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৭ সালের জুন পর্যন্ত।

এর আগে জার্মান ক্লাব লেভারকুসেনের হয়ে চার মৌসুম পার করেন ভিদাল। ২০১১ সালে ইতালিতে পাড়ি দেওয়ার আগেও তাকে দলে ভেড়াতে চেয়েছিল বাভারিয়ানরা।

‍বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।